শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেএসসি-জেডিসি নিয়ে অনিশ্চয়তা!

আমানুর রহমান
  ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
আপডেট  : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:১২

চলতি ২০২১ শিক্ষাবর্ষের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মধ্য নভেম্বরে চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুটি বড় পাবলিক পরীক্ষার পর জেএসসি-জেডিসি পরীক্ষা গ্রহণে বোর্ডগুলোর হাতে সময় থাকবে না। কারণ একটি পাবলিক পরীক্ষা শেষ করে অন্যটি গ্রহণের জন্য অন্তত এক মাস সময়ের প্রয়োজন। সে হিসেবে এবারের জেএসসি-জেডিসি পরীক্ষা গ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এবং বোর্ড কর্তৃপক্ষও সুস্পষ্ট করে কিছু বলছে না। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'জেএসসি-জেডিসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত এখনো হয়নি।' আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক নেহাল আহমদ বলেছেন, 'সিদ্ধান্ত হলে পরীক্ষা নিতে পারব।' আন্তঃশিক্ষা বোর্ড এবং অন্য বোর্ডগুলোর একাধিক চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের জেএসসি-জেডিসি পরীক্ষা গ্রহণের মতো পর্যাপ্ত সময় হাতে নেই। কারণ এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রম্নপভিত্তিক মাত্র তিনটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বিজ্ঞান-বাণিজ্য-মানবিকের সব শিক্ষার্থীর সাবজেক্ট এক নয়। এক্ষেত্রে শুধু বিজ্ঞানের শিক্ষার্থীদের সাবজেক্ট কম। কিন্তু বাণিজ্যের এবং মানবিকের শিক্ষার্থীদের সাবজেক্ট বেশি হওয়ার কারণে একেকজন শিক্ষার্থী একেক সাবজেক্ট নিয়েছেন। সুতরাং তাদের একেকজনের পরীক্ষা একেক দিন হবে। সেখানে পরীক্ষার্থী কম বা বেশি সেটি বিবেচ্য হবে না। প্রত্যেকটি সাবজেক্টের জন্য এক দিন করে পরীক্ষা নিতে হবে। এ ছাড়াও এসএসসিতে বেশি সময় লাগবে না। কারণ সেখানে গ্রম্নপভিত্তিক বিষয়ের দ্বিতীয় পত্র নেই। কিন্তু এইচএসসি পরীক্ষা গ্রহণ সম্পন্ন করতে বেশি সময় লেগে যাবে। কারণ সেখানে প্রতিটি বিষয়েরই দুটি করে পার্ট রয়েছে। ফলে মাত্র ছয় দিন নয়, আরও বেশি সময় লাগবে এইচএসসি পরীক্ষা শেষ করতে। পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, এসএসসি-এইচএসসি পরীক্ষার প্রতিটি বিষয়ের মাঝে বিরতি কম করে এক দিন বা তারও বেশি রয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তাবিত রুটিনে এমনটিই রয়েছে। ফলে সময়ও বেশি দিন ব্যয় হবে। তাই জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়ার মতো সময় ও প্রস্তুতি নেওয়া কঠিন হবে। এ ছাড়াও এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষার প্রশ্নই ছাপার কাজ শুরু হয়নি। এর রেজিস্ট্রেশনের সময় তৃতীয় দফায় বাড়িয়ে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এসএমএস পাওয়ার পর ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে কতজন শিক্ষার্থী এইচএসসিতে অংশ নিচ্ছেন তা এখনো নিশ্চিত হতে পারেনি বোর্ডগুলো। ফলে প্রশ্ন ছাপা এবং বিতরণে আরও সময়ের প্রয়োজন হবে। অপরদিকে, এবার যারা জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেবে তারা কেউই এক দিনের জন্যও ক্লাস করতে পারেনি। তাদের সিলেবাস শেষ হয়নি। এ ছাড়া পরীক্ষা গ্রহণের জন্য সিলেবাসও সংক্ষিপ্ত করা হয়নি। ফলে পুরো পাঠ্যবই থেকে পরীক্ষায় অংশ নেওয়া দুরূহ হবে শিক্ষার্থীদের জন্য। এরূপ নানা হিসাব-নিকাশ এবং অনিশ্চয়তার মুখে জেএসসি-জেসিডি পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে বোর্ড চেয়ারম্যানরা বলছেন, মন্ত্রণালয় যদি একান্তই সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার সক্ষমতা বোর্ডগুলোর রয়েছে। তবে সেটি কি ২০২২ সালে হবে নাকি ২০২১ সালেই সম্পন্ন হবে- জানতে চাইলে চেয়ারম্যানরা জানান, শিক্ষাবর্ষ দীর্ঘায়িত করার কোনো পরিকল্পনা সরকারের বা মন্ত্রণালয়ের নেই। তবে কীভাবে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা নবমে উঠবে জানতে চাইলে বোর্ড চেয়ারম্যানরা বলছেন, তাদের নিয়মিত অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, তার ভিত্তিতেই তাদের মূল্যায়ন করে ফল ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে