না'গঞ্জে 'কনস্টেবল নিয়োগে' জালিয়াতি অমার্জনীয় : টিআইবি

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ'র (টিআইবি) নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, 'নারায়ণগঞ্জে পুলিশের কনস্টেবল নিয়োগে ব্যাপক জালিয়াতি ও সম্ভাব্য ঘুষ লেনদেনের ঘটনাটি অমার্জনীয় ও ঘৃণিত অপরাধ, যা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থার সংকট ও তীব্র ঝুঁকি সৃষ্টি করেছে।' দ্রম্নততম সময়ের মধ্যে এ জঘন্য অপরাধের সঙ্গে জড়িত উচ্চপদস্থসহ সবার বিরুদ্ধে নিরপেক্ষ, সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। রোববার এক বিজ্ঞপ্তিতে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, 'গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৯ সালে জেলা কোটায় নারায়ণগঞ্জ পুলিশের কনস্টেবল নিয়োগে কাগজপত্র যাচাই-বাছাই এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে। যা ২০২০ সালে পুলিশ হেডকোয়ার্টারের এক তদন্তে উঠে এসেছে।' একই সঙ্গে এ নিয়োগে কোনো অবৈধ অর্থের লেনদেন হয়েছিল কি না সেটিও খতিয়ে দেখতে হবে। সংশ্লিষ্ট অভিযুক্ত উচ্চপদে অধিষ্ঠিত থেকে অধস্তন কর্মকর্তাদের ওপর দোষ চাপিয়ে নিজেকে দায়মুক্ত প্রমাণের চেষ্টা প্রশ্নবিদ্ধ ও অগ্রহণযোগ্য।' এ প্রসঙ্গে বর্তমান পুলিশ মহাপরিদর্শক 'কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না' মর্মে ১৪ সেপ্টেম্বর যে অঙ্গীকার করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে টিআইবি মনে করে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে আগামীতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি রোধ সম্ভব হবে না। তাই অবিলম্বে কোনো রাখঢাক না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিভাগীয় প্রক্রিয়া ও প্রচলিত রাষ্ট্রীয় আইনে দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে।