বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
নিউ ইয়র্কে পররাষ্ট্র মন্ত্রী

আফগান ইসু্যতে 'ঢাকা পড়েনি' রোহিঙ্গা সংকট

ম যাযাদি ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়টি আফগানিস্তান সংকটের কারণে আন্তর্জাতিক পর্যায়ে 'ঢাকা পড়ে যায়নি'। অনেকে বলবে আফগান ইসু্যটা আসার ফলে রোহিঙ্গা ইসু্যটা সাইড লাইনে পড়ে গেছে। না, এটা এখনও খুব প্রাসঙ্গিক।

বুধবার হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জাতিসংঘ সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে এখন তিনি নিউ ইয়র্কে আছেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীকে এখন বিভিন্ন দেশের

নেতাদের সঙ্গে বৈঠকে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। ভালো বিষয়টা হলো, আগে আমরা খুঁজে খুঁজে (বিভিন্ন দেশের সঙ্গে) অ্যাপয়েন্টমেন্ট নিতাম। অনেক সময় পেতাম না। এখন ওরা আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য...এটা সম্ভব হয়েছে বাংলাদেশের এই অভাবনীয় সাফল্য... '

গত বুধবার জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পথে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে 'এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড' পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সে প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'তারা জানতে চান এটা কীভাবে সম্ভব হয়েছে? এই ম্যাজিকটা কীভাবে হলো?'

তুরস্ক সফরের কথা স্মরণ করে তিনি বলেন, 'টার্কির প্রেসিডেন্ট আমাকে বললেন, কোভিডে তোমার দেশের লোকজন এত কম মারা গেছে কী কারণে। তোমাদের ম্যাজিকটা কী? আমি বললাম ম্যাজিক হলো শেখ হাসিনা, উপরওয়ালা। আর আরেকটি হচ্ছে আমাদের দেশের তরুণদের সংখ্যা খুব বেশি হওয়ায় তাদের বোধহয় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এজন্য বোধহয় কোভিড একটু কম হয়েছে।' তবে পরক্ষণেই পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এটা বৈজ্ঞানিক কোনো বিশ্লেষণ নয়, এটা একটা পারসেপশন।'

তিনি আরও বলেন, 'আমাদের ইদানীং অন্যরা ডেকে... এটা সম্ভব হয়েছে... এই যে একটা উচ্চতর অবস্থানে পৌঁছেছি, এটা শেখ হাসিনার রাজনৈতিক একটা সক্ষমতা এবং কূটনৈতিক দূরদর্শিতার জন্য সম্ভব হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে