শোক সংবাদ

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
পুষ্প রানী মজুমদার বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আমতলী শাখার সভাপতি অশোক কুমার মজুমদারের মা পুষ্প রানী মজুমদার (৮০) মঙ্গলবার দুপুর ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। তিনি এক ছেলে, পঁাচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উদীচী কেন্দ্রীয় সংসদ, বরগুনা জেলা সংসদসহ বিভিন্ন জেলা ও শাখা শোক প্রকাশ করেছে। আমতলী (বরগুনা) সংবাদদাতা ছকিনা খাতুন পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়ন যুবদল নেতা মো. হুমায়ন কবিরের মা মোসা. ছকিনা খাতুন (৮০) সোমবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য শাহজাহান খান, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন প্রমুখ শোক প্রকাশ করেছেন। দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা হিরা বেগম রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জিন্নাত আলীর স্ত্রী হিরা বেগম (৪৮) মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় জানাজার নামাজ শেষে তার লাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রেসক্লাব এবং জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটি শোক প্রকাশ করেছে। রাজশাহী সংবাদদাতা রাবেয়া খাতুন দিনাজপুরের খানসামা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোজাফফর হোসেনের মা রাবেয়া খাতুন (৭৮) সোমবার বিকাল সাড়ে ৪টায় বাধর্ক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় সহজপুর দাখিল মাদ্রাসায় জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। খানসামা (দিনাজপুর) সংবাদদাতা