জাপানি রাষ্ট্রদূত

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে

প্রকাশ | ১৫ অক্টোবর ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশকে যার যার অবস্থান থেকে মিয়ানমারের ওপর চাপ দেওয়া অব্যাহত রাখতে হবে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে 'ডিক্যাব টক' অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ডিপেস্নাম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) এই অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রদূত বলেন, 'মিয়ানমারে সেনা সমর্থিত সরকার ক্ষমতা নেওয়ার পর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি একটু কঠিন হয়ে গেছে। প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইনে সহায়ক পরিবেশ জরুরি। তবে প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমারকে চাপ দিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশকে যার যার অবস্থান থেকে মিয়ানমারকে চাপ দেওয়া অব্যাহত রাখতে হবে।' প্রত্যাবাসনে জাপানের ভূমিকা নিয়ে নাওকি বলেন, 'প্রত্যাবাসন শুরু করা খুব জরুরি। জাপান প্রত্যাবাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জাপান সবদিক থেকে চেষ্টা করছে কীভাবে প্রত্যাবাসন শুরু করা যায়।' রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের সঙ্গে জাপান সরাসরি যোগাযোগ করছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ?'প্রত্যাবাসন বা রোহিঙ্গা সমস্যা সমাধানে একেক দেশ একেকভাবে ভূমিকা রাখতে পারে। কেউ সরাসরি যোগাযোগ করতে পারে, আবার কেউ অন্যভাবেও অবদান রাখতে পারে। জাপান সরাসরি যোগাযোগ করছে। জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করে যাচ্ছে।' ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের মানবিক কার্যক্রমে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) যুক্ত হওয়া প্রসঙ্গে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, 'ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর সফল হবে। জাপান মানবিক কার্যক্রমে সহায়তা করবে। জাতিসংঘ ও ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করবে।' অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি পান্থ রহমান ও সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন বক্তব্য দেন।