বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাগুরায় ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ৪

মাগুরা প্রতিনিধি
  ১৬ অক্টোবর ২০২১, ০০:০০

মাগুরা সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে চারজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের দক্ষিণ জগদল গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতরা হলেন -জগদল গ্রামের মৃত শাহবাজ উদ্দিনের ছেলে রহমান মোলস্না (৫৫) একই গ্রামের কবির হোসেন (৫০), সবুর মিয়া ও লুৎফর রহমানের ছেলে ইমরান হোসেন (৩০)।

স্থানীয়রা জানায়, জগদল ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য সবুর হোসেন ও ইউপি সদস্য প্রার্থী নজরুল ইসলামের সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকালে উভয় গ্রম্নপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ওই ৪ জন নিহত হয়। আহত হয় আরও ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাগুরা সদর থানার ডিউটি অফিসার এসআই ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জগদল ইউনিয়নে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়। আহত হয় ১০ জন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে