শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ লংকাবধের লক্ষ্য টাইগারদের

সুলতান মাহমুদ রিপন
  ২৪ অক্টোবর ২০২১, ০০:০০
আপডেট  : ২৪ অক্টোবর ২০২১, ০৯:১৫
টি২০ বিশ্বকাপের মূল পর্বে আজ শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের আসল লড়াই। এ লড়াইকে সামনে রেখে শনিবার শারজাহ স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-শামীম আহমেদরা -ওয়েবসাইট

সপ্তম টি২০ বিশ্বকাপের গ্রম্নপ পর্বের লড়াই শেষ। এবার বাংলাদেশের সামনে আসল লড়াই। বৈশ্বিক এই টুর্নামেন্টে সুপার টুয়েলভে টাইগারদের প্রথম প্রতিপক্ষ এশিয়ার আরেক দল শ্রীলংকা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি সরাসরি দেখাবে বিটিভি, গাজী টিভি এবং টি-স্পোটর্স।

হার দিয়ে এবারের টি২০ বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ছয় রানে হারে টাইগাররা। তবে পরের ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় বাংলাদেশ। স্বাগতিক ওমানের বিপক্ষে ২৬ রানের জয় পায় টাইগাররা। আর গ্রম্নপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের বড় জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে বাংলাদেশ। টি২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় রাউন্ডে প্রথম জয়ের স্বাদ পেতে আজ চলমান আসরের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে লংকার মুখোমুখি হচ্ছে টাইগাররা।

স্কটল্যান্ডের বিপক্ষে ধাক্কা খেয়ে শুরু। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ে প্রথম পর্ব শেষ। হারের পর মাসকাটে ক্রিকেটারদের নিয়ে বিসিবির সমালোচনা, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বয়কট এবং সতীর্থদের মাঠে উচ্ছ্বাস করতে মাহমুদউলস্নাহর বাধা। এরপর সংবাদ সম্মেলনে অধিনায়কের আবেগঘন বক্তব্য। সুখ-দুঃখের রঙে টি২০ বিশ্বকাপের প্রথম পর্ব শেষ করা বাংলাদেশের সামনে সুপার টুয়েলভের বিরাট চ্যালেঞ্জ। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ প্রথম রাউন্ড থেকে আসা শ্রীলংকা। আইসিসির আসরে সব সময়ই তারা নিজেদের বড়ভাবেই উপস্থাপনা করে। টি২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের পারফরম্যান্স চরম হতাশাজনক। এবার ভাগ্য বদলের লক্ষ্য টাইগারদের।

টুর্নামেন্টের মাঝপথে আইসিসির সিদ্ধান্ত বদলের কারণে পাল্টে গেছে বাংলাদেশের প্রতিপক্ষ। সুপার টুয়েলভে নিজেদের প্রথম প্রতিপক্ষের নাম যখন জানলেন মাহমুদউলস্নাহরা, তখন ম্যাচ শুরু হতে বাকি ৪৮ ঘণ্টারও কম। আইসিসির 'খামখেয়ালিপনায়' জলাঞ্জলি দিতে হচ্ছে এত দিনের হোম ওয়ার্ক। ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের ছক হয়ে গেছে অর্থহীন। এখন শ্রীলংকাকে দিয়ে শুরু অভিযানে বাংলাদেশ কত দ্রম্নত মানিয়ে নিতে পেরেছে, সেটাই প্রমাণের অপেক্ষা। ওমান থেকে দুবাইয়ে আসার পর অনুশীলনের সুযোগ হয়েছে একদিন। তবে এর আগেও দুটি প্রস্তুতি ম্যাচের জন্য সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিয়েছে বাংলাদেশ। কোচ রাসেল ডমিঙ্গো শ্রীলংকাকে ভালোভাবেই চেনেন। সেই চেনা থেকেই তাদের হারানোর ছক কষেছেন কোচ। তিনি বলেন, 'কয়েক মাস আগে আমরা শ্রীলংকার বিপক্ষে খেলেছি। টেস্ট ও ওয়ানডেতে তাদের বিপক্ষে ভালো লড়াই হয়েছিল। আমাদের দারুণ স্কিলফুল বোলার ও কিছু বিপজ্জনক ব্যাটসম্যান নিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল। বিশ্বমানের অলরাউন্ডার সাকিব আছে। কন্ডিশনও আমাদের পক্ষে। শারজাহ'র উইকেট অনেকটা ঢাকার মতো। আশা করি, আগামীকালের (আজ) ম্যাচে এগুলো আমাদের সাহায্য করবে।'

চূড়ান্ত পর্বে বাংলাদেশের রেকর্ড খুবই বাজে। এবার আসরে অতীতের রেকর্ড ভোলানোর পারফরম্যান্সের আশা দেখিয়েছেন অধিনায়ক মাহমুদউলস্নাহ। তবে প্রথম রাউন্ডের নিস্তরঙ্গ নদী পার হতে গিয়েই ডুবতে বসেছিল বাংলাদেশ। খারাপ সময়টা যদি প্রথম রাউন্ডে পড়ে থাকে, সেটাই বড় পাওয়া হবে বলে মনে করছেন ক্রিকেটাররা। ছোট ফরম্যাটে নির্দিষ্ট দিনেই ভালো খেলে যেকোনো দল চমক দেখাতে পারে বলে আওয়াজ উঠেছে। ফেভারিট না হলেও চমকের সম্ভাবনাও যে উঁকি-ঝুঁকি দিচ্ছে, মাহমুদউলস্নাহদের ঘিরে। তবে সুপার টুয়েলভের চ্যালেঞ্জ যে কোয়ালিফায়ারের চেয়ে বহুগুণ বেশি হবে, সেটি অবধারিত। বাংলাদেশ দলের চিন্তা টপ অর্ডার নিয়ে। ওপেনিংয়ে বড় জুটি হচ্ছে না। মুশফিকুর রহিমও চেনা ছন্দে নেই। তবে সাকিব ও মাহমুদউলস্নাহ ছন্দে থাকায় আত্মবিশ্বাস পাচ্ছে দল। বোলিং ইউনিটটা বেশ গুছিয়ে নিয়েছেন সাকিব-মুস্তাফিজরা। টি২০ বিশ্বকাপে আগের ম্যাচে পাকিস্তানের শহিদ আফ্রিদির সঙ্গে ভাগ বসানো সাকিবের আজ সুযোগ আছে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে ওঠার।

ঢাকায় ২০১৪ টি২০ বিশ্বকাপে ফাইনালের ট্রফি উঠেছিল শ্রীলংকার হাতে। ঢাকার কন্ডিশন সংযুক্ত আরব আমিরাতেও। প্রথম পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে তারাও। এবারও জানান দিয়েছে শিরোপা জিতলে অবাক হওয়ার থাকবে না। তবে প্রথম ম্যাচের আগেই তারা বড় ধাক্কা খেয়েছে রহস্যময় স্পিনার মাহিশ থিকশানাকে হারিয়ে। বাংলাদেশের জন্য সংবাদটা বোনাস পাওয়ার মতোই সুখবর। সাইড স্ট্রেইনে ভুগছেন রহস্যময় থিকশানা। সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে তাকে সম্ভবত পাচ্ছে না লংকানরা। তাদের ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসেও বলেন, থিকশানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। ওমানে প্রথম পর্বের শেষ ম্যাচে জিতেই সংযুক্ত আরব আমিরাতে এসেছে শ্রীলংকা। ক্লান্তি না কাটতেই নেমে পড়তে হবে লড়াইয়ে। লংকানরাও সাকিব ও মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজিয়েছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দাশুন শানাকা বলেন, 'পেস বোলারদের চেয়ে স্পিনাররা বাড়তি কিছু সুবিধা পেতে পারে। আইপিএলের ম্যাচগুলোতে এই ভেনু্য ব্যবহার করা হয়েছে। ম্যাচকে নিয়ে ভালো পরিকল্পনাই সাজিয়ে রেখেছি আমরা। বিশেষভাবে মুস্তাফিজ এবং সাকিবকে নিয়ে আমরা ভাবছি। অন্য যে স্পিনাররা আছে, তাদের কথাও ভুলে গেলে চলবে না। আমাদের ভালো পরিকল্পনা আছে। আশা করছি, আগামীকাল (আজ) ভালো একটি ম্যাচ হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে