দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি সরকারই উৎসাহিত করছে : ডক্টর মোশাররফ

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, আকাশছোঁয়া দাম। সরকার এর কোনো লাগাম টেনে না ধরে বরং এই দ্রব্যমূল্যে বাড়ানোর পেছনে আওয়ামী সিন্ডিকেটকে উৎসাহিত করছে। যার ফলে চাল, ডাল থেকে শুরু করে খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ডক্টর মোশাররফ এ কথা বলেন। মোশাররফ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এদেশের মানুষ দুই বেলা পেট ভরে ভাত খেতে পারে না। বহু মানুষ অনাহারে থাকে। তাদের ক্ষমতা নেই, আয় রোজগার কমে গেছে। সরকার জানে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে যেসব সিন্ডিকেট আছে তারা সবাই আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী। তাদের সুযোগ দেওয়ার জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। মহানগর উত্তরের আহ্বায়ক আমানউলস্নাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় মানববন্ধনে মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ্‌উদ্দিন টুকু প্রমুখ নেতারা ছিলেন।