শিক্ষার্থীদের জন্য 'যৌক্তিক' বাস ভাড়ার সিদ্ধান্ত শনিবারের মধ্যে ওবায়দুল কাদের

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাসে শিক্ষার্থীদের চালুর 'যৌক্তিক' ভাড়া নির্ধারণের বিষয়ে আগামী শনিবারের মধ্যে একটি সিদ্ধান্তে আসা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষা সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিআরটিএতে বসছেন জানিয়ে বাস মালিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'সেখানে বসে এ ব্যাপারে একটি যৌক্তিক \হসিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নিচ্ছেন। এরপর শনিবার এটা পূর্ণাঙ্গভাবে নির্ধারণ করতে আপনাদের সঙ্গে বসবেন।' তিনি বলেন, 'আমি মন্ত্রী হিসেবে বলব, বিআরটিসি থেকে এ ব্যাপারে ছাত্রদের জন্য যৌক্তিক একটা কনসেশন চিন্তাভাবনা করছি। বিআরটিসি একা করলেই তো সমস্যার সমাধান হবে না। আমি আশা করি, মালিক-শ্রমিক নেতারা এ ব্যাপারে বিআরটিএর সঙ্গে বসবেন। সুবিধা-অসুবিধাগুলো আলোচনা করবেন। এ সমস্যার যৌক্তিক একটা সমাধান সবাই প্রত্যাশা করে। আমি আপনাদের এ বিষয়ে চিন্তাভাবনা করার জন্য অনুরোধ করছি।' ছাত্রাবস্থায় নিজেও কনসেশন পেয়েছিলেন জানিয়ে সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, 'আমি এ বিষয়ে একটি কথা বলতে চাই, দুনিয়ার বিভিন্ন দেশে ছাত্ররা কনসেশন ভোগ করে থাকে। আমরাও পাকিস্তান আমলে যখন ছাত্র ছিলাম, এ কনসেশন পেয়েছি-এটা হলো সত্য কথা।' এদিকে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃতু্যর ঘটনায় শোক জানিয়ে দায়ীদের কঠোর শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, 'আপনারা জানেন বুধবার গুলিস্তানে এক মর্মান্তিক দুর্ঘটনায় নটর ডেমের মেধাবী ছাত্র নাঈম হাসান মৃতু্যর কোলে ঢলে পড়েছেন। এ মৃতু্য অত্যন্ত বেদনার। আমি তরুণের মৃতু্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।' নাঈমের সহপাঠী ও পরিবারের সদস্যের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমি দৃঢ়ভাবে বলতে পারি, এ ঘটনা যে বা যারাই দায়ী তাদের কঠোর শাস্তি পেতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।' বেলা ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে সড়ক পরিবহণ মালিকদের এ সম্মেলন শুরু হয়েছে। সংগঠনের ১৩০টি ইউনিটের প্রতিনিধি তাতে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংগঠনের সভাপতি মসিউর রহমান রাঙ্গা। উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক ওসমান গনিসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাস ও ট্রাক মালিকরা।