শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন ভ্যারিয়েন্টের বুস্টার ডোজ তৈরি করবে মডার্না

যাযাদি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২১, ০০:০০

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না করোনার নতুন ধরন মোকাবিলায় শক্তিশালী বুস্টার ডোজ তৈরির ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির (সিইও) স্টিফেন ব্যানসেল বলেন, 'আমরা ওমিক্রনের বিস্তার ঠেকাতে বুস্টার ডোজ আনার পরিকল্পনা নিয়েছি। আশা করি দ্রম্নত এই টিকা প্রস্তুত করতে পারব।'

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত কোভিডের নতুন ধরন ওমিক্রন এখন উদ্বেগের কারণ। বর্তমানে বাজারে থাকা করোনা প্রতিরোধী টিকা এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতটুকু কাজ করবে, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। তবে টিকা কোম্পানিগুলো ইতোমধ্যেই জানিয়েছে বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা করে ফলাফল

জানাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও) ইতোমধ্যে একে 'উদ্বেগের ভ্যারিয়েন্ট' বলে অভিহিত করেছে। 'ওমিক্রন' বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্টটি করোনার সবচেয়ে বেশিবার জিন বদলানো সংস্করণ।

শুক্রবার মডার্নার সিইও বলেন, করোনার ওমিক্রন ধরন তিনটি উপায় নিয়ে কাজ করছে তারা। এরই একটি হলো টিকার বুস্টার ডোজ। এ ভ্যারিয়েন্ট রোধে কার্যকর উপায় বের করতে দ্রম্নততার সঙ্গে কাজ করছি আমরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে