পাকিস্তানের উইকেট নিতে ব্যর্থ টাইগার বোলাররা

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২১, ০০:০০

আমিনুল ইসলাম লিটন
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৫৭ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকায় একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন মুমিনুল হক-মেহেদী মিরাজ-লিটন দাসরা -বিসিবি
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশনে ছয় উইকেট তুলে বাংলাদেশকে ৩৩০ রানে অলআউট করে দেওয়া পাকিস্তান ব্যাটিংয়ে এসে জেঁকে বসেছে। শনিবার ৫৭ ওভার বল করে একটি উইকেটও তুলতে পারেনি বাংলাদেশি বোলাররা। ফলে কোনো উইকেট না হারিয়ে সফরকারী পাকিস্তানের সংগ্রহ ১৪৫ রান। তাতে দ্বিতীয় দিন শেষে ১৮৫ রানে পিছিয়ে পাকিস্তান। পাকিস্তানে দুই ব্যাটসম্যান আবিদ আলী ৯৩ ও শফিক অপরাজিত আছেন ৫২ রানে। আগের দিন স্বপ্নের মতো কাটলেও দ্বিতীয় দিনে টাইগারদের ডুবতে হয়েছে কেবলই হতাশায়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার উইকেটে ২৫৩ রান নিয়ে দিন শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এদিন ব্যক্তিগত এক রান যোগ করতেই মাঠ ছাড়েন লিটন (১১৪)। অন্যদিকে ৯১ রান তুলে বিদায় নেন মুশফিক। হাসান আলীর দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। লাঞ্চের আগেই স্বাগতিকরা অলআউট হয় ৩৩০ রানে। পাকিস্তানি বোলার হাসান একাই নেন ৫ উইকেট। দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান লিটন ফেরেন হাসানের বলে এলবিডবিস্নউ হয়ে। অল্প সময়ের ব্যবধানে অভিষিক্ত ইয়াসিরও শিকার এই পেসারের। এরপর মুশফিক ফেরেন ফাহিম আশরাফের বলে। দলের হাল ধরেন তাইজুল-মেহেদি। তাইজুলকে বেশিদূর যেতে দেননি শাহীন আফ্রিদি। এবার রাহীকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন মেহেদি। রাহীও সঙ্গ দিচ্ছিলেন ভালোই। কিন্তু হাসানের এক ওভারে সব তছনছ হয়ে যায়। পরপর রাহী ও নতুন ব্যাটসম্যান এবাদতকে ফেরান সাজঘরে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দারুণ লড়াই করেন মেহেদী মিরাজ। মুশফিকরা ফেরার পর রানের চাকা সচল রেখেছিলেন। ৬টি চারের মারে ৬৮ বলে ৩৮ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩০ রানের বিপরীতে খেলতে নেমে সাবধানী শুরু করেছে পাকিস্তান। অভিজ্ঞ আবিদ আলীর সঙ্গে আছেন অভিষেক টেস্ট খেলতে নামা আবদুলস্নাহ শফিক। প্রথম ইনিংসে খেলতে নেমে দারুণ ব্যাটিং করছেন পাকিস্তানের দুই ওপেনার। অভিজ্ঞ আবিদ আলী ও অভিষিক্ত আবদুলস্নাহ শফিকের ব্যাটে এগোচ্ছে পাকিস্তান। আবিদ রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও শফিক খেলছেন রক্ষণাত্মক। দুই পেসারকে সামলানোর পর এখন স্পিনারদের দুজনেই খেলছেন সাবলীলভাবে। ইতিমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আবিদ আলী। ৮৪ বলে ৬টি চার ও ১টি ছয়ের মারে ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পান এই ব্যাটসম্যান। অন্যদিকে তার সঙ্গী আবদুলস্নাহ শফিক খেলতে নেমেছেন অভিষেক টেস্ট। দেখে-শুনে খেলছেন দুর্দান্ত। সঙ্গ দিচ্ছেন আবিদকে। দু'জনে ৭৯ রানের জুটিতে দিনের দ্বিতীয় সেশন কাটিয়ে দিয়েছেন কোনো ধরনের বিপদ ছাড়াই। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ : প্রথম ইনিংসে ৩৩০/১০ (লিটন ১১৪, মুশফিক ৯১, মেহেদি ৩৮*; আফ্রিদি ২/৭০, হাসান আলী ৫/৫১, ফাহিম ২/৫৪, সাজিদ ১/৭৯, পাকিস্তান : প্রথম ইনিংসে ১৪৫/০ (আবিদ ৯৩*, শফিক ৫২*: আবু জায়েদ ০/৩০, এবাদত ০/৩১, তাইজুল ০/৩৯, মেহেদী মিরাজ ০/৩৩, মুমিনুল ০/১২)। দ্বিতীয় দিন শেষে।