হাসিনাকেও আদালতে হাজির করার দাবি খালেদা জিয়ার

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
নাইকো দুনীির্ত মামলায় বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানি ছিল। এতে হাজির হয়ে খালেদা জিয়া আদালতে এই দাবি করেন। শুনানি শেষে এই আদালতের বিচারক মাহমুদুল কবির আগামী বুধবার (১৪ নভেম্বর) এই মামলার পরবতীর্ তারিখ ধাযর্ করেছেন। ঢাকা বিশেষ আদালত-৯-এ এই মামলার বিচারকাজ চলছে। শুনানিতে খালেদা জিয়া বলেন, বতর্মান প্রধানমন্ত্রীও নাইকো দুনীির্ত মামলায় আসামি ছিলেন। কাজেই তাকেও এখানে হাজির করা উচিত। এ সময় বিচারক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলার আসামি নন। কাজেই তাকে এখানে হাজির করানোর কোনো প্রশ্ন ওঠে না।’ এরপর এই মামলার অন্যতম আসামি ব্যারিস্টার মওদুদ আহমদ তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে আত্মপক্ষ সমথর্ন করে বক্তব্য দেন। প্রথমে মওদুদ আহমদ শুনানি না করার জন্য আদালতে একটি দরখাস্ত করেছিলেন। কিন্তু আদালত সে দরখাস্ত নামঞ্জুর করে তাকে শুনানিতে অংশ নিতে নিদের্শ দেন।