বেনাপোল বন্দরে ইমিটেশন পণ্য আটক

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

শাশার্ (যশোর) সংবাদদাতা
মিথ্যা ঘোষণায় ভারত থেকে আমদানি করা দুই ট্রাক ইমিটেশন জুয়েলারি পণ্য আটক করেছে বেনাপোল বন্দরের কাস্টমস কমর্কতার্রা। মঙ্গলবার রাতে বন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে ট্রাক দুটি আটক করে কাস্টমস আইআরএম এর প্রতিনিধিদল। বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর নিদেের্শ এই অভিযান চালানো হয়। আটক করা পণ্যের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ‘আনাস এন্টারপ্রাইজ’ এবং চালানটির রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের ‘জেইন এক্সপোটর্’। মঙ্গলবার রাতে পণ্যের চালানটি ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। যার কাস্টমস মেনিফেস্ট নম্বর-৩৯৯৬১/২। আমদানিকারক প্রতিষ্ঠান পণ্যটি আমদানি করার জন্য গত ১ নভেম্বর ঢাকার মেঘনা ব্যাংক লিমিটেড থেকে একটি এলসি খোলেন। যার এলসি নম্বর -০০০০৩২৫২১৮০১০৩৪০। পণ্য চালানটির আমদানি মূল্য দেখানো হয়েছে ২৬ হাজার ১৬২ মাকির্ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২১ লাখ ৯২ হাজার টাকা। পণ্য চালানটিতে আমদানিকৃত পণ্যের ঘোষণায় আছে প্লাস্টিক বেঙ্গল অ্যান্ড আদাসর্ পণ্য। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, পণ্যের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টকে এখানো পাওয়া যায়নি। তবে আটক ট্রাক দুটির চালক দুলাল দাস এবং তপন কুমার প্রাথমিকভাবে জানান, তাদের গাড়িতে ইমিটেশন জুয়েলারি জাতীয় পণ্য আছে। আটক করা পণ্যবোঝাই দুটি ভারতীয় ট্রাক (যার নম্বর-ডবিøউবি-৫১-৭০৮৬ ও ডবিøউবি-২৫বি-২৩৭৬) বেনাপোল কাস্টম হাউসে নেয়া হয়েছে।