সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে যায়যায়দিন :হালিফ রাঈস চৌধুরী

কক্সবাজারে যায়যায়দিনের মিলনমেলা

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১, ০৯:১০

যাযাদি রিপোর্ট
কক্সবাজারে প্রতিনিধি সম্মেলনে বক্তৃতা করছেন যায়যায়দিনের ব্যবস্থাপনা পরিচালক হালিফ রাঈস চৌধুরী -যাযাদি

এ যেন এক অনিন্দ্য সুন্দর মহামিলন। এ ছিল মেলবন্ধনের এক অনন্য উদযাপন। দৈনিক যায়যায়দিন পরিবারের সদস্যরা মেতে উঠেছিলেন এক বর্ণাঢ্য মিলনমেলায়। সম্ভাবনার প্রত্যাশায় ধ্বনিত হলো- 'আমরাও পারি, আমরাই সেরা'। শুধু প্রতিশ্রম্নতি নয়, প্রতিজ্ঞায় অটল থাকার ঘোষণা সবার। পাঠকপ্রিয় পত্রিকা যায়যায়দিনের সাহসী সহযাত্রী হয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য সব ধরনের যুথবদ্ধ সহযোগিতার দৃঢ়প্রত্যাশা ব্যক্ত করেন সবাই। শুক্রবার পর্যটননগরী কক্সবাজার যেন মেতে উঠেছিল এই আনন্দ আয়োজনে। সকাল থেকে যায়যায়দিনের সব প্রতিনিধি আসতে শুরু করেন সৈকতঘেঁষা একটি হোটেলে। এসেছেন পত্রিকাটির পরিচালনা পর্ষদের সদস্যসহ যায়যায়দিন পরিবারের অনেকেই। এরপর শুধু সময়ের অপেক্ষা। দুপুর গড়িয়ে বিকাল হতেই শুরু হলো সেই অনন্য আয়োজন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যায়যায়দিনের লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি আব্দুল জব্বার। এর সূত্র ধরে স্মরণ করা হলো যায়যায়দিনের সেই বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের, যারা চিরবিদায় নিয়েছেন। তাদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। এ সময় উপস্থিত সবাই আবেগাপস্নুত হয়ে ওঠেন। একে একে কথা বললেন বিভিন্ন জেলা-উপজেলা প্রতিনিধিরা। তারা বললেন, তাদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা, সমস্যা ও সম্ভাবনার কথা। পুরো আয়োজনে ছিল ধাপে ধাপে পরিচয়পর্ব। সেই সঙ্গে প্রতিনিধিদের সুখ-দুঃখের কড়চা। কথোপকথনে যুক্ত হলেন যায়যায়দিন পরিবারের বিভিন্ন সদস্য। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়দিনের ব্যবস্থাপনা পরিচালক হালিফ রাঈস চৌধুরী। তিনি জানালেন, সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আরও শক্তিশালীভাবে এগিয়ে যাবে যায়যায়দিন। বললেন, দেশসেরা যায়যায়দিন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে চলমান অবস্থান ধরে রেখে ভবিষ্যতের পথনির্দেশনা তৈরি করবে। সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান অটুট রাখবে। এজন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি দায়িত্ব পালনে সবাইকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানান। এর আগে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিনের কান্ট্রি ডেস্কের ইনচার্জ মায়মুনা আক্তার লীনা। তারপর একে একে বক্তব্য রাখেন পত্রিকাটির চট্টগ্রাম বু্যরো প্রধান হেলালউদ্দিন চৌধুরী, সিনিয়র রিপোর্টার সাখাওয়াত হোসেন ও আহমেদ তোফায়েল, চিফ রিপোর্টার (ভারপ্রাপ্ত) হাসান মোল্লা, সিনিয়র সহ-সম্পাদক আবু জাফর মো. সোহেল, সহ-সম্পাদক শামীম আহমেদ, ব্যবস্থাপক মো. নূরুল হক, উপ-ব্যবস্থাপক (বিজ্ঞাপন) ইব্রাহিম খলিল স্বপন, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. ইকবাল হোসেন, সার্কুলেশন ম্যানেজার বিলস্নাল হোসেন, সিনিয়র হিসাবরক্ষক মো. রইছ উদ্দিন প্রমুখ। এ সময় বিভিন্ন জেলা-উপজেলা প্রতিনিধিদের নানা জিজ্ঞাসার জবাব দেন যায়যায়দিনের বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। জেলা ও উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল বু্যরো চিফ আরিফুর রহমান, খুলনা বু্যরো চিফ আতিয়ার রহমান শান্ত, স্টাফ রিপোর্টার (পিরোজপুর) জহিরুল হক টিটু, স্টাফ রিপোর্টার (মাদারীপুর) মঞ্জুর হোসেন, স্টাফ রিপোর্টার (নেত্রকোনা) চন্দন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) রিপন সরকার, গাজীপুর প্রতিনিধি আবুল হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি তারেক মাহমুদ, বাগেরহাট প্রতিনিধি ইসরাত জাহান, শেরপুর প্রতিনিধি তপু সরকার হারুন, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি ফখরুল ইসলাম খসরু, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি নিজামুল আলম মুরাদ, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি সোহেল আক্তার মিঠু, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি রেজাউল কবির রাজীব প্রমুখ। পত্রিকার সেরা প্রতিনিধিদের পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের এই জমজমাট আয়োজন শেষ হয়। সম্মেলনের দ্বিতীয় দিন আজ সৈকতনগরীতের্ যালি করবে যায়যায়দিন পরিবার।