ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হচ্ছে আজ

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
ঢাকায় আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে দু'দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভার্চুয়ালি এ সম্মেলনের উদ্বোধন করবেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৫০ দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এদের মধ্যে ৫৯ প্রতিনিধি সশরীরে যোগ দেবেন। আর ৪০ প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেবেন। বিশ্বশান্তি সম্মেলনে রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক অংশ নেবেন। সম্মেলনে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, শান্তিতে নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা, ব্রিটেনের সাবেক ফার্স্ট লেডি শেরি বেস্নয়ার, সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী গোহ চোক তং, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, পূর্ব তিমুরের সাবেক রাষ্ট্রপতি \হজোসে রামোস-হোর্তা, ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সৈয়দ হামিদ আলবার প্রমুখ অংশ নেবেন। আগামীকাল রোববার (৫ ডিসেম্বর) সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। সে কারণে প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করেছি। শান্তি সম্মেলন থেকে আমরা সারা বিশ্বেই শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই।