মৃত্যুবাষির্কী

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
এমএ হক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা এমএ হক (৯০) শুক্রবার সকাল ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। বাদ আসর স্থানীয় মসজিদে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা এমএ হকের মৃত্যুতে ভ‚মি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোফিজুর রহমান, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক প্রমুখ শোক প্রকাশ করেছেন। আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা আনেয়ারা বেগম জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির খান মিলন ও সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খান কিশোরের মা আনেয়ারা বেগম (৮০) বাধর্ক্যজনিত রোগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা পরিবানু বেগম পটুয়াখালীর দশমিনা উপজেলার বঁাশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. কাজী জিয়ার মা মোসা. পরিবানু বেগম শুক্রবার সকাল সাড়ে ৮টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাত ১০টায় জানাজা শেষে তার মরদেহ বাঁশবাড়িয়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কাযির্নবার্হী কমিটির সদস্য হাসান মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম ফরায়েজী প্রমুখ শোক প্রকাশ করেছেন। দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা