'দুর্নীতির কালো হাত ভেঙে দিতে হবে'

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
কোনো দুর্নীতিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, মন্তব্য করে হাইকোর্টের একটি বেঞ্চ বলেছেন, 'দুর্নীতির কালো হাত ভেঙে ফেলতে হবে। দুর্নীতির বিষয়ে আমরা খুবই কঠোর। দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই।' সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। একই সঙ্গে আদালত ঢাকা ব্যাংকের বংশাল ভল্ট থেকে ৪ কোটি টাকা লুটের ঘটনায় দায়ের করা মামলায় রিফাতুল হকের জামিন আবেদন খারিজ করে দিতে। ব্যাংকের ভল্টের টাকা কীভাবে উধাও হয় সে প্রশ্ন রাখেন। আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সোহেল। দুদকের পক্ষে ছিলেন এম এ আজিজ খান, ঢাকা ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট সাদিয়া আফরিন ও রাষ্ট্রপক্ষে এ কে এম আমিন উদ্দিন শুনানি করেন।