পাঁচ ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস বুয়েট শিক্ষকের পারিবারিক ব্যাংক হিসাব তলব

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অভিযুক্ত শিক্ষক নিখিল রঞ্জন ধরের পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রতিটি বাণিজ্যিক ব্যাংকে দেওয়া চিঠিতে বুয়েট শিক্ষক, তার স্ত্রী অনুরূপা ধর, সন্তান দেবী ধর ও ভাস্কর ধরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠানোর কথা বলেছে। তাদের ব্যাংক হিসাব খোলার পর থেকে যত লেনদেন হয়েছে, কোনো সঞ্চয়পত্র বা ক্রেডিট কার্ড আছে কিনা, বৈদেশিক মুদ্রার কোনো হিসাব আছে কিনা তাও পাঠাতে বলা হয়েছে। ইতোমধ্যেই বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।