আজ সংবাদ সম্মেলন

নিবার্চনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১০:৩০

যাযাদি রিপোটর্

আন্দোলনের অংশ হিসেবে নিবার্চনে যাওয়ার চ‚ড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, তাদের সঙ্গে থাকা দুই রাজনৈতিক জোট ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কাযার্লয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, ঐক্যফ্রন্ট এবং ২০ দলের পৃথক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। নিবার্চনে যাওয়ার সিদ্ধান্ত নিলেও চ‚ড়ান্ত ঘোষণার আগে কিছু শতর্ দিতে পারে তারা। এ ছাড়া তফসিল পেছাতে নিবার্চন কমিশনে আজ চিঠি দেবে। আজ দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে নিবার্চন নিয়ে সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন ফ্রন্টের শীষর্ নেতা ড. কামাল হোসেন। একাদশ জাতীয় সংসদ নিবার্চনে অংশ নেয়া না নেয়াসহ পরবতীর্ কমর্সূচি ঠিক করতে গতকাল সিরিজ বৈঠক করে বিএনপি, ঐক্যফ্রন্ট এবং ২০-দলীয় জোটের নেতারা। ঐক্যফ্রন্ট নেতাদের সবের্শষ বৈঠকের পর মিজার্ ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘নিবার্চনে যাওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে, ২০ দলের বৈঠকেও আলোচনা হয়েছে। এরপর জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক হলো। দীঘর্ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে, রোববার দুপুর ১টায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জাতিকে জানাবেন। বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জেএসডির আ স ম আবদুর রব, তানিয়া রব, আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাহিদ উর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমেদ ও গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকের একটি সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলন থেকে তফসিল পেছানোর দাবি জানিয়ে ১৩ নভেম্বর মঙ্গলবার ইসি অভিমুখে পদযাত্রা কমর্সূচি ঘোষণা করা হতে পারে। বৈঠকের আগে বিকালে এই কাযার্লয়েই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এরপর বৈঠক করেন বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতারা। ওই বৈঠকের পর জোট শরিক এলডিপির সভাপতি কনের্ল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট নিবার্চনে অংশ নেবে কিনা, সে সিদ্ধান্ত আগামী দুই দিনের মধ্যেই জানানো হবে। বৈঠকগুলোর সূত্রমতে, ২০-দলের শরিকদের মধ্যে যারা নিবন্ধিত এবং জোটগতভাবে নিবার্চনে করে ধানের শীষর্ প্রতীক চায়, তাদের আজ দুপুরের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেছে বিএনপি। এরপর এই তালিকা বিএনপির প্যাডে ইসিতে জমা দেয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সূত্রে জানা গেছে, বিএনপি ঘোষিত তফসিল পেছাতে চায়। এ জন্য তারা আজ ইসিতে চিঠি দেবে। সোমবার ঐক্যফ্রন্টের নেতারা নিবার্চন কমিশনের সঙ্গে দেখা করতে চান। এ জন্য প্রধান নিবার্চন কমিশনারের সময় চাইবে। জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে নিবার্চনে অংশগ্রহণ প্রসঙ্গে কিছুটা দ্বিমত তৈরি হয়। মিজার্ আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায় নিবার্চনে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললে মওদুদ আহমদ তাদের ধামিয়ে দেন। এ সময় দুই নেতাই এর প্রতিবাদ জানালে বৈঠকে কিছুটা উত্তেজনা তৈরি হয়। নেতাদের কয়েকজন জানান, বিএনপি তফসিল পেছানোর দাবি জানালেও সুনিদির্ষ্ট সময় উল্লেখ নাও করতে পারে। নিবার্চন কমিশন তফসিল যে কয়দিনের জন্যই পেছায়, তাই মেনে নেবে বিএনপি নেতৃত্বাধীন জোট ও ঐক্যফ্রন্ট। সূত্র জানিয়েছে, জোটগতভাবে নিবার্চনে যাবে বিএনপি। জোট শরিকদের সঙ্গে আসনবণ্টন সমন্বয় কমিটির প্রধান করতে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারেন দলের মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়গুলো নিয়ে দলের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে স্থায়ী কমিটিতে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। ২০ দলের বৈঠক সূত্র জানিয়েছে, বিজেপি, ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগ ছাড়া বাকি সবাই নিবার্চনে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। সেখানে বিএনপি সবার মতামত জানতে চান। জামায়াতে ইসলামী জানিয়েছে, তারাও নিবার্চনে যেতে চায়। তবে তারা জোটগত না-কি স্বতন্ত্র নিবার্চন করবে, তা আজ জানাবে। অলি আহমদের সভাপতিত্বে বৈঠকে বিএনপির নজরুল ইসলাম খান, জাতীয় পাটির্ (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পাথর্, খেলাফত মজলিশের মওলানা মুহাম্মদ ইসহাক, আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মওলানা এমএ রকীব, কল্যাণ পাটির্র সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার তাসমিয়া প্রধান, এনডিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পাটির্র মোস্তাফিজুর রহমান, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে ওলামায়ে ইসলামের মওলানা নূর হোসেইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, বাংলাদেশ জাতীয় দল সৈয়দ এহসানুল হুদা, পিপলস পাটির্ অব বাংলাদেশ রিটা রহমান, মাইনরিটি জনতা পাটির্র সুকৃতি কুমার মÐল প্রমুখ উপস্থিত ছিলেন। আগে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে নিবার্চনের বিষয়ে আলোচনা হয়।