নিবার্চন পেছালে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হবে: বি. চৌধুরী

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
নিবার্চন পেছানোর আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, সারাদেশে এখন নিবার্চনের আমেজ চলে এসেছে। এই মুহূতের্ আর নিবার্চন পেছানো ঠিক হবে না। নিবার্চন হবে কি হবে না, তা নিয়ে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হবে। বৃহস্পতিবার দুপুরে বারিধারায় এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এ সব কথা বলেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন বেøকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠক করে। বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন। বিএনপির নয়াপল্টনের কাযার্লয়ের সামনে যানবাহন ভাঙচুর ও অগ্নিকাÐের ঘটনার বিষয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘এটি নিবার্চনকে নস্যাৎ করার ষড়যন্ত্র। মনোনয়নপত্র জমা দেয়ার আনন্দ-উৎসবে নেতা-কমীর্রা কেন লাঠি নিয়ে আসবে? কেন যানবাহনে আগুন দেবে? এগুলো পরিকল্পিত ষড়যন্ত্র।’ দ্রæত এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তিনি বিচারের আওতায় আনার দাবি জানান।