ইসির অনুমতি ছাড়াই বদলি

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
নিবার্চনী তফসিল ঘোষণার দিন থেকে নিবার্চন সংশ্লিষ্ট সব কমর্কতার্র বদলি ও পদোন্নতির ক্ষেত্রে নিবার্চন কমিশনের অনুমতির বাধ্যবাধকতা থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় তা মানছে না। বরং তফসিল ঘোষণার দিনই নিবার্চন কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে অতিরিক্ত কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষণার দু’দিন (মঙ্গলবার) আগেই নিবার্চন কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। চিঠিতে স্পষ্ট বলা হয়, তফসিল ঘোষণার দিন থেকে নিবার্চন সংশ্লিষ্ট সব কমর্কতার্র বদলি ও পদোন্নতি দিতে নিবার্চন কমিশনের অনুমতি লাগবে। কিন্তু সেই বিধির তোয়াক্কা না করে তফসিল ঘোষণার দিনই তড়িঘড়ি করে পাবর্ত্য জেলা পরিষদের প্রধান নিবার্হী কমর্কতার্ (যুগ্মসচিব) মোহাম্মদ শহিদুল আলমকে বদলি করে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার এবং হিন্দু ধমীর্য় কল্যাণ ট্রাস্টের সচিব (যুগ্মসচিব) নিরঞ্জন দেবনাথকে ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ব্যাপারে নিবার্চন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ যায়যায়দিনকে বলেন, তফসিল ঘোষণার দিন থেকে নিবার্চন চলাকালীন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশের অফিসার ও প্রিজাইডিং এবং পোলিং অফিসারসহ যারা নিবার্চনের সঙ্গে সংশ্লিষ্ট সব কমর্কতার্র বদলি ও পদোন্নতিতে নিবার্চন কমিশনের অনুমতি লাগবে। কমিশনের অনুমতি ছাড়াই যদি কোনো বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত কমিশনার নিয়োগ দিয়ে থাকে সেটি নীতিবহিভর্‚ত কাজ হবে বলে তিনি মনে করেন। নাম প্রকাশে অনিচ্ছুক জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কমর্কতার্ বলেন, রুটিনমাফিক প্রতিনিয়ত বদলি ও পদোন্নতি চলছে। সেখানে দু-একজন বিভাগীয় কমিশনার বদলিতে জনপ্রশাসনের সমস্যা কোথায়? নিবার্চনকালীন আরও কমিশনার বদলির তালিকা তৈরি হয়েছে।