অবৈধ অনুপ্রবেশের দায়ে কসবায় ১৩ জন আটক

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৩ জনকে আটক করেছে বডার্র গাডর্ বাংলাদেশ (বিজিব) সদস্যরা। গত বুধবার রাতে উপজেলার কাজিয়াতলি সীমান্ত এলাকা থেকে ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে কসবা থানায় সোপদর্ করা হয়। আটককৃতরা হলেনÑ চিত্ত দাস, সমুন দাস, সুস্মিতা দাস, গোপাল জলদাস, মৃদুল দাশ, রূপালী দাস, শ্রীকান্ত দাস, প্রশান্ত দাস, কিশান্ত দাস, রণী গোপাল দাস, তাহের মিয়া, মো. ইব্রাহিম ও মো. রোমান। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে। বিজিবি সূত্র জানায়, কয়েকদিন আগে ওই ১৩ জন অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে বুধবার রাতে কাজিয়াতলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে টহলরত স্থানীয় গোসাইস্থল বডার্র আউটপোস্টের (বিওপি) সদস্যরা আটক করেন। ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কনের্ল মুহাম্মদ গোলাম কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সাকের্ল) আবদুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।