চলন্ত বাসে ডাকাতি গ্রেপ্তার ৬

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে চালক ও যাত্রীদের বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে যাত্রীদের স্বণার্লংকার, টাকা-পয়সা। ডাকাতদের হামলায় চালক ও যাত্রীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেনÑ পাবনার সঁাথিয়া থানার সোনডাল এলাকার আবু সাইদের ছেলে রাসেল হোসেন, টাঙ্গাইলের মিজার্পুর থানার তেলিনা এলাকার আরফান আলীর ছেলে জাকির হোসেন, গাজীপুরের শ্রীপুর থানার আক্তারপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে মোশারফ হোসেন, গাজীপুর রেজলার কালিয়াকৈর থানার কঁাঠালতলী এলাকার সচিন চন্দ্র সরকারের ছেলে জয় চন্দ্র সরকার, কুতুবদিয়া এলাকার আবু সাইদের ছেলে মিলন হোসেন, জাথালিয়া এলাকার আমির হোসেনের ছেলে রমজান। জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ৫টার দিকে বগুড়া থেকে চঁাদনী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০৬৩৯) ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মিজার্পুর থানার হঁাটুভাঙ্গা এলাকায় পেঁৗছলে ডাকাতদলের ১১ সদস্য যাত্রীবেশে ওই বাসে ওঠে। পরে বাসটি চন্দ্রা-নবীনগর মহাসড়কের আশুলিয়ার বলিভদ্র এলাকায় পেঁৗছলে চালক অনিল চন্দ্র দাসকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর করে। একপযাের্য় চালক ও কয়েকজন যাত্রীর হাত-পা ও চোখ বেঁধে ডাকাতদলের এক সদস্য চালক সেজে বাসটি চালাতে থাকে। এ সময় তারা যাত্রীদের কাছ থেকে স্বণার্ংকার ও আনুমানিক ৩০ হাজার টাকা লুট করে।