আশ্রয়ণ-২ প্রকল্পের বাড়ি পেয়ে খুশি ১২১১ পরিবার

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার দুই উপজেলা আলফাডাঙ্গা ও বোয়ালমারীর ১২১১টি পরিবারের মাঝে এখন খুশির বন্যা বইছে, প্রধানমন্ত্রীর ঘোষিত নতুন ঘর পেয়ে। ফরিদপুর জেলা প্রশাসনের অফিস সূত্রে জানা গেছে, সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দশ শতাংশের মধ্যে যাদের জমি আছে ঘর নেই, এমন অসহায় দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকা করে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন নিয়ে শুরু করেছে গৃহনিমাের্ণর কাজ। এ পযর্ন্ত জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার ১২১১টি বসতঘর নিমার্ণ করে স্থানীয় প্রশাসন সুবিধাভোগীদের বুঝিয়ে দিয়েছেন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নিবার্হী কমর্কতার্ জয়ন্তী রূপা রায় এ বিষয়ে বলেন, ‘আশ্রয়ণ প্রকল্প-২’ এর আওতায় গৃহহীনদের বসতঘর নিমার্ণকাজ শেষ করেছি। সুবিধাবঞ্চিতরা এই ঘর পেয়ে বেশ খুশি। বোয়ালমারী উপজেলার নিবার্হী কমর্কতার্ মোহাম্মদ জাকির হোসেন জানান, ঘর নিমাের্ণ বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ টাকা। এর মধ্যে প্রতিটি পরিবার পাচ্ছে একটি সেমিপাকা দোচালা টিনের ঘর ও টয়লেট। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, সরকারপ্রধানের এই প্রকল্পটিতে তারা চেষ্টা করছেন স্বচ্ছতার সাথে সঠিক ব্যক্তিদের বাসস্থান নিমার্ণ করে দেয়ার। বতর্মান সরকারের অন্যতম অঙ্গীকার ছিল দেশের একজনও গৃহহীন থাকবে না, সেই লক্ষ্যেই এই কমর্সূচি বাস্তবায়ন হচ্ছে। জেলা প্রশাসক আশা করে বলেন, আগামী এক মাসের মধ্যে জেলার অন্য সকল উপজেলাতেও তালিকাভুক্তদের মাঝে ঘরগুলো বুঝিয়ে দেয়া হবে।