বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রশাসনের সঙ্গে রাজনীতিকদের দ্বন্দ্ব নেই স্থানীয় সরকার মন্ত্রী

ম যাযাদি রিপোর্ট
  ১৯ জানুয়ারি ২০২২, ০০:০০

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, 'স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতা ও প্রশাসনের দ্বন্দ্বের খবর মাঝেমধ্যে এলেও বাস্তবে তা নেই। দেশটা পরিচালিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। রাজনীতিতে নীতি তৈরি করা, আইন তৈরি করা, জনগণের দাবি আদায় করা, প্রশাসনিক কর্মকর্তাদের অধিকার আদায় করা, সবার জন্যই রাজনীতি প্রয়োজন।'

মঙ্গলবার ডিসি সম্মেলনের প্রথম দিন জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 'রাজনীতির সঙ্গে (প্রশাসনের) কোনো দ্বন্দ্ব নেই। কোথাও কোথাও ব্যক্তিগতভাবে সমস্যা তৈরি হলে এটাকে অবশ্যই রাষ্ট্র "হ্যান্ডেল" করবে। এই "কমিটমেন্ট" রাষ্ট্রের আছে এবং আমরাও অঙ্গীকারাবদ্ধ। প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ করছেন রাজনীতিকরা। সংসদেও কথা উঠেছে যে সরকারি কর্মকর্তারা সংসদ সদস্যদের "দাম দেন না। অন্যদিকে সরকারি কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, রাজনীতিকরা তাদের ওপর প্রভাব খাটাতে চান।'

ইউএনওর সঙ্গে উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্বের বিষয়ে তাজুল ইসলাম বলেন, 'সব জায়গায় একই রকম সমস্যা হয় এটা বলা যাবে না। অনেক জায়গায় ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান একসঙ্গে অনেক ভালোভাবে কাজ করছেন। আবার কোথাও সমস্যা হয়। ক্ষেত্রবিশেষে যেখানে যেখানে জটিলতা আছে, সেখানে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। আর আমি নিজেও এটাকে গুরুত্ব দিয়েছি। আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে। এখানে কোনো বিতর্ক করার সুযোগ নেই।'

তিনি বলেন, 'জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী, সবাই মিলে সম্মিলিতভাবে বাংলাদেশের জন্য একসঙ্গে কাজ করতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসকরা অত্যন্ত আন্তরিক বলে পরিলক্ষিত হয়েছে।'

মন্ত্রী আরও বলেন, বৈঠকে জেলা প্রশাসকরা তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন, কিছু প্রস্তাবও দিয়েছেন। ইউনিয়ন পরিষদ, পৌরসভাকে শক্তিশালী করার জন্য কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে