বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত চৌধুরী মার্কিন ফেডারেল বিচারপতি মনোনীত

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২২, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ফেডারেল বিচারপতি হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি প্রথম মুসলিম-আমেরিকান নারী হিসেবে ফেডারেল আদালতের বিচারক হতে যাচ্ছেন। প্রেসিডেন্টের এ মনোনয়ন মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটে পাস হতে হবে। সেখানে পাস হওয়ার পর নুসরাত জাহান চৌধুরী ফেডারেল কোর্টে বিচারকার্য পরিচালনা করবেন। মার্কিন সিনেট মনোনীত ৪৪ বছর বয়সি আইনজীবী নুসরাত জাহান চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে দায়িত্ব পালন করবেন। বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা প্রকাশ করে। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে। নুসরাত জাহান চৌধুরী বিশ্বখ্যাত ইয়েল ল' স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন।