শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুল্ক আত্মসাতের মামলা চট্টগ্রামের দুই রাজস্ব কর্মকর্তা কারাগারে

যাযাদি ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২২, ০০:০০

২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকার শুল্ক আত্মসাতের মামলায় আত্মসমর্পণের পর চট্টগ্রামের দুই রাজস্ব কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ওই কর্মকর্তারা নাসির উদ্দিন মাহমুদ খান (অবসরপ্রাপ্ত) ও সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রবিউল ইসলাম মোলস্না।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন বলে দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু গণমাধ্যমকে জানান।

তিনি জানান, এই মামলার অন্য দুই আসামি নেপচুন ট্রেডিং এজেন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার ও বনলতা শিপিং এজেন্সির মালিক মো. আবদুল মান্নান চৌধুরী পলাতক বলে সানোয়ার জানান।

২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকার আত্মসাতের অভিযোগে গত ২৪ নভেম্বর মামলাটি করেন দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক আবু সাঈদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে