শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্তের হার ৩৮%

ম যাযাদি ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্তের হার ৩৮ শতাংশ ছাড়িয়ে গেছে। রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ২৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।

সিভিল সার্জন ডা. মো ইলিয়াছ চৌধুরী জানান, ২ হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ।

গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়ায়। এখন তা আরও বেড়ে ৪০ শতাংশের দিকে এগোচ্ছে।

শনিবার সারাদেশে শনাক্ত রোগীর হার ছিল ২৮ শতাংশ, আর চট্টগ্রামে ছিল ২৯ শতাংশের বেশি।

শেষ ২৪ ঘণ্টায়

\হশনাক্তদের মধ্যে ৮২২ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। বাকি ২০৪ জন উপজেলাগুলোয় থাকেন।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত জেলায় ১ লাখ ১১ হাজার ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৮১ হাজার ১৮৪ জন নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে শেষ ১১ দিনে ৭ হাজার ৪৭৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হলো।

সবশেষ ২২ জানুয়ারি ৭০৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ০৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে