আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক ২২ নভেম্বর

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
একাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে ২২ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে নিবার্চন কমিশন (ইসি)। এদিন সকাল সাড়ে ১০টায় নিবার্চন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে বৈঠকটি হবে। বৈঠকে প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সভাপতিত্ব করবেন। এতে অন্য চার কমিশনারসহ নিবার্চন কমিশন সচিব উপস্থিত থাকার কথা রয়েছে। রোববার ইসির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য মহাপুলিশ পরিদশর্ক, স্বরাষ্ট্রসচিব, জননিরাপত্তা বিভাগ এবং সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদশর্ক ও পুলিশ সুপারদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত, পুননির্ধাির্রত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রাথির্তা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।