শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

র্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত জাফরুলস্নাহ চৌধুর্রীযাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত জাফরুলস্নাহ চৌধুরী

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২২, ০০:০০

পুলিশ থাকার পরও দেশের্ যাব থাকতে হবে কেন- এমন প্রশ্ন রেখে প্রতিষ্ঠানটির র্(যাব) কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুলস্নাহ চৌধুরী। তিনি বলেন, র্'যাবের কার্যকলাপ সারা পৃথিবীর মানুষ জানে। তারা র্(যাব) বিচারবহির্ভূত হত্যাকান্ড চালাচ্ছে,

এটা কী আমরা লুকাতে পারব? তাই সরকারের উচিতর্ যাবের কার্যক্রম

বন্ধ করে দেওয়া।'

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনির্ যাব সংকট উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান ইসু্যতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাফরুলস্নাহ চৌধুরী বলেন, 'শিক্ষামন্ত্রী

চাইলে বিষয়টি তাৎক্ষণিকভাবেই শেষ করতে পারতেন। তার উদাসীনতায় শাবি ইসু্যতে অনেক জল ঘোলা হয়েছে। শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা কোনোভাবেই উচিত হয়নি। অর্থসহায়তাকারীদের গ্রেপ্তার করা ঠিক হয়নি। আমি টাকা প্রদান করলে আমাকেও কী গ্রেপ্তার করা হতো? শিক্ষার্থীদের উপর থেকে দ্রম্নত মামলা প্রত্যাহার করা হোক।'

সরকার সবসময় ভুল পথে হাঁটে মন্তব্য করে তিনি আরও বলেন, 'যারা সরকারের সমালোচনা করেন তাদের সহ্য করার ক্ষমতা সরকারের নেই। যে কোনো ইসু্যতে নিজেদের স্বার্থে সরকার অন্ধ হয়ে যায়। আমাদের দেশে যারা রাজনীতি করেন তাদের মাঝে সহিষ্ণুতার অভাব রয়েছে। সারা পৃথিবীতেই লোকজন সরকারের সমালোচনা করছেন। তারা সহ্য করতে পারেন, আমরা পারি না। এটা হতে পারে না।'

গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার প্রসঙ্গে জাফরুলস্নাহ বলেন, 'গ্রামাঞ্চলে এখনো সেইভাবে স্বাস্থ্যসেবা পৌঁছায়নি। আরও বেশি আশা করি আমরা। ডাক্তাররা এখনো গ্রামে থাকতে চান না। তাদেরকে যদি সরকার কর্তৃক বিশেষ সুবিধা দেওয়া হতো হাতলে হয়তো ডাক্তাররা গ্রামাঞ্চলে আসার আগ্রহ দেখাতেন। সাধারণ মানুষকে গণস্বাস্থ্যের মাধ্যমে আমরা যে সেবা দিচ্ছি তা অনুকরণীয় হতে পারে।'

এ সময় পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের উদ্যোগে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ মেডিকেল টিমের (মেডিসিন, গাইনি, চক্ষু, শিশু ও সার্জারি) বিভিন্ন চিকিৎসাসেবা পরিদর্শন ও পরামর্শ প্রদান করেন তিনি।

পরিদর্শনের সময় পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মো. আবদুল আউয়ালসহ গণস্বাস্থ্যের কেন্দ্রীয় হাসপাতালের বিশেষজ্ঞসহ ২৭ জন চিকিৎসক, কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে