সাজার রায়ের পর বিএনপি নেতা রফিকুল গ্রেপ্তার

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
রফিকুল ইসলাম মিয়া
দুনীির্ত দমন কমিশনের মামলায় কারাদÐের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকার আদালত রায় দেয়ার সময় উপস্থিত ছিলেন না সাবেক এই মন্ত্রী; ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানায় সন্ধ্যায় রফিকুলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি মো. শাহজাহান। তিনি বলেন, তাকে ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সম্পদের হিসাব না দেয়ায় ব্যারিস্টার রফিকুলকে তিন বছরের কারাদÐ দিয়েছেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ গোলাম মাহবুব। ১৪ বছর আগের এই মামলার রায়ে বিনাশ্রম কারাদÐ দেয়ার পাশাপাশি রফিকুলকে আদালত ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদÐ দেয়া হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ৭ এপ্রিল তৎকালীন দুনীির্ত দমন ব্যুরো সম্পদের হিসাব বিবরণী জমা দিতে রফিকুল ইসলাম মিয়াকে নোটিশ দিয়েছিল। কিন্তু নিধাির্রত সময়ের মধ্যে তিনি হিসাব না দেয়ায় ব্যুরো কমর্কতার্ সৈয়দ লিয়াকত হোসেন ২০০৪ সালের ১৫ জানুয়ারি রফিকুলের বিরুদ্ধে ঢাকার উত্তরা থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন ওই কমর্কতার্। আদালত অভিযোগ আমলে নিয়ে ২০১৭ সালের ১৪ নভেম্বর বিচারের আদেশ দেন। খালেদা জিয়ার ১৯৯১-৯৬ সালের সরকারে পূতর্মন্ত্রী ছিলেন রফিকুল ইসলাম মিয়া; পরে বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিলেন তিনি। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ফের বিএনপিতে সক্রিয় হন তিনি। কুমিল্লার সাবেক সংসদ সদস্য রফিকুল ২০০৮ সালের নিবার্চনে ঢাকার মিরপুরের আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন।