আমতলীতে হামলা ভাঙচুরে নারীসহ আহত ৪

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

আমতলী (বরগুনা) সংবাদাতা
বরগুনার আমতলীতে সোমবার রাতে জমিজমা নিয়ে পূবির্বরোধকে কেন্দ্র করে হামলা সংঘষর্, ভাঙচুরের ঘটনায় নারীসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় রাতেই আমতলী থনায় মামলা হয়েছে । জানা যায়, উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারের সফিকুল ইসলাম রানা ও একই গ্রামের সোনা মিয়া সদার্র গংয়ের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। সন্ধ্যা ৭টায় আমড়াগাছিয়া বাজারের পূবর্পাশের সফিকের মুদি মনোহারী বিকাশের দোকানে হামলা চালায় খালেকি সদাের্রর পুত্র সোনমিয়া সদাের্রর সাথে যাওয়া একদল সন্ত্রাসী। এ সময় বিকাশের নগদ ১ লাখ ৬৯ হাজার ৭০০ টাকা এবং সফিকের স্ত্রী সুমার গলায় থাকা ৬ আনা মূল্যের একটি স্বণের্র চেইন ছিনিয়ে যায়। এবং দোকান ভাঙচুর করে। এ সময় সফিকুলের পিতা আব্দুস ছত্তার প্যাদা মাতা নুরজাহান বেগম বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে ছত্তার প্যাদা ও নুরজাহান বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আহত ছত্তার প্যাদার পুত্র সফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতেই সোনা মিয়া সদার্র, আব্দুল খালেক সদার্র, আরমান সদার্র, আনোয়ার সদার্র, দেলোয়ার সদার্র, শাহ আলম মোল্লা, লিটন সদার্র, আনোয়া মৃধা, মাজহারুল মৃধা, তছলিমা বেগম, রুনা বেগম, পুতুল বেগম, বারেক সদার্র, ওহার সদার্র, আলমগীর মোল্লাকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কমর্কতার্ এসআই মাধব জানান, তদন্ত চলছে, আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।