নিমার্ণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

খুলনা অফিস
খুলনায় একটি নিমার্ণাধীন বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে মহানগরীর খালিশপুরে এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেনÑ মো. সায়েম (২০), রমজান (৩৫) ও নূর-এ আলম (১৮)। তিন শ্রমিকের বাড়িই নীলফামারী জেলার উত্তর দেশিবাড়ি গ্রামে। বানৌজা তীতুমীর কম্পাউন্ডের ১০তলাবিশিষ্ট ভবনের নবম তলায় প্লাস্টারের কাজ করার সময় অসতকার্বস্তায় নিচে পড়ে যায় এ শ্রমিকরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দিব্যেন্দু সরকার বলেন, ভবন থেকে পড়ে গিয়ে তারা মাথায় আঘাত পান। হাসপাতালে আনার আগেই তিন শ্রমিকের মৃত্যু হয়। লাশগুলো হাসপাতালের মগের্ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) সোনালী সেন বলেন, মামলার পর বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহেদ কনস্ট্রাকশন লিমিটেডের প্রকৌশলী শহীদুল ইসলাম সজিব বলেন, কাজ চলা অবস্থায় মাচা ভেঙ্গে হঠাৎ করে তারা নিচে পড়ে যান। একজন স্পটেই মারা যান এবং বাকি দু’জন হাসপাতালে নেয়ার পর মারা যান।