রূপগঞ্জে বিএনপির ৭২ নেতাকমীর্র জামিন

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৭২ জন নেতাকমীের্ক মঙ্গলবার হাইকোটর্ জামিন দিয়েছে। হাইকোটের্র বিচারক হাবিবুর গনি ও বিচারক বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ তাদের আগামী ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মাহাফুজুর রহমান হুমায়ুন জানান, একাদশ জাতীয় সংসদ নিবার্চনে একতরফা নিবার্চন করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের ইন্ধনে পুলিশ এ গায়েবি মামলা করেন। মামলায় রূপগঞ্জের বাসিন্দা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুল হক রিপন, রূপগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক হাজী মোহাম্মদ বাছির উদ্দিন বাচ্চুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৭৫ জনকে আসামী করে এ মামলা দেয়া হয়। ওই মামলায় ৭২ জনের জামিন দিয়েছে হাইকোটর্। উল্লেখ্য, গত ৬ নভেম্বর রূপগঞ্জ থানার উপপরিদশর্ক রুহুল আমিন বাদী হয়ে ৭৫ জন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকমীর্র বিরুদ্ধে বিস্ফোরক উপাদানাবলি আইনে মামলা দায়ের করেন।