নিবার্চনে কোনো প্রাথীের্ক সমথর্ন দেবে না হেফাজত : শফী

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০০:১৭

যাযাদি ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নিবার্চনে কোনো প্রাথীের্ক সমথর্ন দেবে না হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বিবৃতিতে হেফাজতের আমির বলেন, ‘কাউকে নিবার্চন করার জন্য আমি অনুমতি দেইনি। কাউকে নিদের্শও দেইনি। যারা আমার কাছ থেকে দোয়া নিয়ে নিবার্চন কিংবা মনোনয়ন নেয়ার কথা প্রচার করছে, তারা সম্পূণর্ মিথ্যাচার করছে।’ হেফাজতের সমথর্ন নিয়ে বিভিন্নজনের নিবার্চনে অংশ নেয়ার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে আল্লামা আহমদ শফী বলেন, ‘আমার কাছে কেউ অনুমতি নেয়ার জন্য আসেনি। আমার সঙ্গে এ ব্যাপারে কারও কোনো কথাও হয়নি। সুতরাং, যারা হেফাজতের নামে কিংবা আমার দোয়া নিয়ে বা আমার অনুমতি নিয়ে নিবার্চনে নেমেছে বলে গণমাধ্যমে সংবাদ প্রচার করছে, সেটা সম্পূণর্ মিথ্যাচার এবং ভ্রান্ত কথা।’ তিনি বলেন, ‘আমি আগেও বলে এসেছি এবং এখনো বলছি, হেফাজতে ইসলাম কখনো নিবার্চনে অংশগ্রহণ করবে না এবং নিবার্চনে কোনো প্রাথীের্ক সমথর্ন দেবে না। হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। বিষয়টি অনেকবার বলা হয়েছে।’ এসব বিষয়ে হেফাজতকে না জড়াতে গণমাধ্যমের প্রতি আহŸানও জানান তিনি। নিজেদের নেতাকমীের্দর উদ্দেশে হেফাজতের আমির বলেন, ‘হেফাজতের সঙ্গে সম্পৃক্ত কেউ নিবার্চন করলে সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে হেফাজতের কোনো যোগসূত্র নেই।’ কাউকে হেফাজতে ইসলামের নাম ভাঙিয়ে অথবা হেফাজতে ইসলামের নামে কাউকে নিবার্চনে অংশগ্রহণ না করার জন্য হেফাজত নেতাকমীের্দর সতকর্ করেন তিনি।