ভোটের আগে ওয়াজ মাহফিল করতে ইসির নিষেধাজ্ঞা

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ২১ নভেম্বর ২০১৮, ০০:২৯

যাযাদি ডেস্ক
৩০ ডিসেম্বরের আগে ওয়াজ মাহফিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিবার্চন কমিশন (ইসি)। তবে পূবর্ নিধাির্রত ও জরুরি মাহফিল থাকলে রিটানির্ং কমর্কতার্র কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে। মঙ্গলবার রাতে ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এই নিদের্শনায় এটি জানানো হয়েছে। নিদের্শনাটি সব রিটানির্ং কমর্কতার্র কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। নিদের্শনায় বলা হয়, একাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে ঘোষিত পুননির্ধাির্রত সময়সূচি অনুসারে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখিত সময় কোনো ধমীর্য় সভা, ওয়াজ মাহফিল ইত্যাদি অনুষ্ঠানে নতুনভাবে কোনো তারিখ নিধার্রণ না করার জন্য অথবা স্থানীয় প্রশাসন/পুলিশ কতৃর্পক্ষের অনুমতি গ্রহণপূবর্ক সভা/ওয়াজ মাহফিল অনুষ্ঠানের জন্য কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। নিদের্শনায় আরও বলা হয়, তবে যেসব ধমীর্য় সভা/ওয়াজ মাহফিলের তারিখ ইতোমধ্যে নিধাির্রত হয়েছে অথবা বিশেষ কারণে একান্ত আয়োজনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট রিটানির্ং কমর্কতার্র অনুমতিক্রমে আয়োজন করতে হবে। এ ছাড়াও নিদের্শনায় বলা হয়েছে, পূবর্ নিধাির্রত ও বিশেষ বিবেচনায় অনুষ্ঠিতব্য ধমীর্য় সভা, ওয়াজ মাহফিলে কোনো প্রাথীর্, রাজনৈতিক দলের সদস্য বা কেউ নিবার্চনী প্রচারণা বা কারও পক্ষে বক্তব্য না করার জন্য নিবার্চন কমিশন বিশেষভাবে নিদের্শনা প্রদান করেছে। ওই নিদের্শনা প্রতিপালনে সভা/ওয়াজ মাহফিলে রিটানির্ং কমর্কতার্ কতৃর্ক একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করতে নিবার্চন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শনা দেয়া হয়েছে।