নিখোঁজ সাইমনের সন্ধান চায় তার পরিবার

প্রকাশ | ১৭ মে ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
উইলস লিটল ফ্ল্যাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সারোয়ার ইসলাম সাইমনকে (১৬) পাওয়া যাচ্ছে না। সে ওই স্কুলের এসএসসি পরীক্ষার্থী। গত ১৩ মে সে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে যায়নি। তার বাবার নাম আবদুর রহিম। মা সারমিন আক্তার রুমানা। তারা কাকরাইলের ৯৪/২ হক টাওয়ারে বসবাস করছেন। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের বাসায় খোঁজ-খবর নিয়ে না পেয়ে ১৪ মে রমনা মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নম্বর ৬৫২। কেউ যদি সারোয়ার ইসলামের সন্ধান পেয়ে থাকেন- তবে তার বাবা আবদুর রহিমের মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মোবাইল নম্বর- ০১৮৮১০৭৭০০৬ এবং ০১৭১১৬৮৬৫৮৩। বিজ্ঞপ্তি