নরসিংদীতে তরুণী হেনস্তা আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশ | ২৪ মে ২০২২, ০০:০০

ম নরসিংদী প্রতিনিধি

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার ঘটনায় আদালতের নির্দেশে মামলার পর ইসমাইল মিয়া নামে (৩৮) এক জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার রাত ১১টায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে এক নারীসহ ২ জনের নাম উলেস্নখ করে এবং আরও অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন, নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মো. ইসমাইল (৩৮) ও নরসিংদী শহরের উপজেলা মোড় এলাকার ফয়েজ আহমেদের স্ত্রী শিলা আক্তার। এর মধ্যে মো. ইসমাইলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়। ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ ও মোবাইলে ধারণ করা ভিডিওতে অবস্থান নিশ্চিত হওয়ার পর মামলায় তাদের আসামি করা হয়। ভৈরব রেলওয়ে থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুজ্জামান রুমেল জানান, আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।