ড. কামাল কর ফঁাকি দিয়েছেন কিনা, দেখছে এনবিআর

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জাতীয় ঐক্যফ্রন্টের শীষর্ নেতা কামাল হোসেন কর ফঁাকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জাতীয় রাজস্ব বোডের্র (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেছেন, নিবার্চনে যাতে কোনো প্রভাব না প?ড়ে সেটি বিবেচনায় রেখেই এনবিআর কাজটি করছে। গণফোরাম সভাপতি কামাল হোসেন কর ফঁাকি দিয়েছেন কিনা তা জানতে চেয়ে দুনীির্ত দমন কমিশন (দুদক) গত ১৯ নভেম্বর এন?বিআরকে চি?ঠি দেয়। রোববার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা কাজ করছি এর ওপরে। এটা একটু সময় লাগবে। ‘... আপনারা নিজেরাই বোঝেন, এই মুহূতের্ য?দি আমরা খুব খড়গহস্ত হয়ে যাই তাহলে অনেকেই হয়ত ভাববেন উ?নি বিরোধী দলের হয়ে ইলেকশন করছেন এজন্য উনারে ধরতে যাচ্ছি। যাই হোক এ প্র?ক্রিয়া চালু আছে।’ নিবার্চনে আছেন বলেই কামাল