ক‚টনীতিকদের বিবৃতি

বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নিবার্চন নিশ্চিত করুন

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বাংলাদেশে আসন্ন সংসদ নিবার্চনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নিবার্চনের এই প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করার জন্য বাংলাদেশ সরকার, নিবার্চন কমিশন ও নিবার্চনসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহŸান জানানো হয়েছে। সোমবার এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), নরওয়ে ও সুইজারল্যান্ডের মিশনপ্রধানেরা এই আহŸান জানান। বিবৃতিতে বলা হয়, নাগরিকদের ভোটাধিকার, শান্তিপূণর্ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশ সরকার ও নিবার্চন কমিশনের প্রতিশ্রæতিকে স্বাগত জানাই। বিবৃতিতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে কঠোরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব পালনের আহŸান জানানো হয়েছে। নিবার্চনী প্রক্রিয়ায় গণমাধ্যম ও নাগরিক সমাজের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা বিশেষভাবে গুরুত্বপূণর্ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বলা হয়, নাগরিকদের জন্য জাতীয় উন্নয়নের প্রক্রিয়া অব্যাহত রাখতে অংশগ্রহণমূলক নিবার্চন কাযর্কর একটি গুরুত্বপূণর্ পদক্ষেপ। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন ইইউ প্রতিনিধিদলের প্রধান এইচ ই এমএস রেনেসে তেরিংক, ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন বেøক, স্পেনের রাষ্ট্রদূত আলভারো দে সালাস গিমেনেজ, সুইডেনের রাষ্ট্রদূত শালর্টা ¯øাইটার, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি অ্যানিক বাদির্ন, জামাির্নর রাষ্ট্রদূত পিটার ফাহেরনহোলৎজ, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ, ডেনমাকের্র রাষ্ট্রদূত উইনি ইস্ট্রাপ পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল বেøকেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেন হোলেনস্টেইন।