রংপুরে সড়কে ৫ জনের প্রাণহানি

ট্রাকচালকের হাতে ছিল সিগারেট, কানে মোবাইল

প্রকাশ | ০৬ জুলাই ২০২২, ০০:০০

ম রংপুর প্রতিনিধি
রংপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৪ জন। মঙ্গলবার দুপুরে রংপুর-পীরগাছা সড়কের মাহিগঞ্জের শরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ- যখন চালক ট্রাক চালাচ্ছিলেন তখন তার হাতে সিগারেট ধরানো ছিল এবং মোবাইল ফোনে কথা বলছিলেন। যার কারণে ট্রাকের গতি চালক নিয়ন্ত্রে রাখতে পারেননি। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশা চালক রাজা মিয়া (৪৬), জান্নাতুল মাওয়া (৪), গীতা রানী (৬০) ও শাহজাহান মিয়া (৫৫)। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ধরণী (৩০) ও নবাব আলী (৫৭) নামে দু'জন চিকিৎসাধীন রয়েছেন। অটোচালক রাজা মিয়ার বাড়ি পীরগাছা উপজেলার দেবীচৌধুরানী এলাকায়। রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার দুপুরে মাহিগঞ্জ বাজার থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা পীরগাছা যাচ্ছিল। এ সময় একটি ড্রাম বহন করা ট্রাক পিছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে \হঅটোরিকশার ২ যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর ৩ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওসি আরও বলেন, ?'ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে আটক করা হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার আগমুহূর্তে মোবাইলে কথা বলছিলেন চালক।' আফছার আলী নামে প্রত্যক্ষদর্শী এক ভ্যানচালক বলেন, 'ট্রাকচালক যখন গাড়ি চালাচ্ছিলেন তখন তার এক হাতে ছিল সিগারেট ও অন্য হাতে কার সঙ্গে যেন মোবাইল ফোনে কথা বলছিলেন। সিগারেট রাখা হাতে দ্রম্নতগতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় সামনে থাকা অটোরিকশাটি চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায়। হাতে মোবাইল না থাকলে অটোরিকশাটিকে হয়তো রক্ষা করতে পারতেন চালক।' রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ উদ্ধার করা হয়। এ সময় আহত ছয়জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। পরে শুনেছি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় পাঁচজন নিহত হলেন।'