সংসদের বাজেট অধিবেশনে অংশ নিতে দেশে এসে আট দিন থেকে আবারও চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। তার সঙ্গে রয়েছেন ছেলে রাগিব আল মাহী সাদ এরশাদ ও তার স্ত্রী মহিমা সাদ।
এর আগে দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে তাকে বিদায় জানান জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।
গত ২৭ জুন দেশে ফিরে রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ওয়েস্টিনে ওঠেন। দেশে অবস্থানকালে তিনি একদিন সংসদে বাজেট অধিবেশনে অংশ নেন। ওই অধিবেশনে চেয়ার থেকে উঠে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd