বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনায় একজনের মৃতু্য, শনাক্ত ১৭০

ম যাযাদি ডেস্ক
  ১৯ আগস্ট ২০২২, ০০:০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনের মৃতু্য হয়েছে। একই সময়ে সারা দেশে ১৭০ নতুন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪ হাজার ৮২৪টি নমুনা পরীক্ষা করে ১৭০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ শতাংশের নিচে নেমে এসেছে। এদিন শনাক্তের হার ৩ দশমিক ৫২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৬০৯ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩১৫ জনের মৃতু্য রয়েছে।

স্বস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ৩৩৪ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জন।

নতুন শনাক্তদের মধ্যে ১০১ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০ জেলায় গত এক দিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। গত এক দিনে রংপুর বিভাগে নতুন কারও আক্রান্ত হওয়ার খবর আসেনি।

গত এক দিনে যিনি মারা গেছেন, ওই ব্যক্তি ছিলেন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে