ধুনটের বিশ্ব ইজতেমায় আজ আখেরি মোনাজাত

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

ধুনট (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার ধুনট পৌর এলাকার পূবর্ভরনশাহী গ্রামের ইছামতি নদীর তীরে তাবলিগ জামাতের তিন দিনের বিশ্ব ইজতেমা আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি মওলানা ফারুক। এদিকে ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার হাজারও ধমর্প্রাণ মুসল্লি জুমার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি মওলানা ফারুক। নামাজ শেষে তিনি হেদায়েতের বয়ান করেন। এরপর বাদ আছর বগুড়া মাকার্স মসজিদের মুফতি আলাউদিন এবং বাদ মাগরিব মওলানা ফারুক সাহেব বয়ান করেন। বগুড়া মাকার্স মসজিদের মুফতি মওলানা মশিউর রহমান জানান, ইজতেমায় চঁাদ, জডার্ন, মরক্কো ও তিউনিশিয়াসহ আরও কয়েকটি দেশের মুসল্লি এবং দেশের বিভিন্ন এলাকার মুসল্লিরা জামাতবন্দি হয়ে অংশ নিয়েছেন। শনিবার বাদ ফাজর কাকরাইল মসজিদের মুরব্বি মওলানা আবদুর রহিম ও মওলানা আবদুল মতিন বয়ান করবেন। এরপর বেলা ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।