গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভা আজ

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০ | আপডেট: ১২ জানুয়ারি ২০১৯, ০০:১১

যাযাদি রিপোটর্
গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। আজ সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কাযার্লয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গণফোরামের মিডিয়া কো-অডিের্নটর লতিফুল বারী হামিম এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠক শেষে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহŸায়ক ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন করতে পারেন বলেও জানা গেছে। গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, বৈঠকে একাদশ জাতীয় সংসদ নিবার্চন, নিবার্চনে গণফোরামের বিজয়ী দুই প্রাথীর্র শপথ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে। এর আগে গত ৫ জানুয়ারি (শনিবার) দিনব্যাপী রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দলটির কেন্দ্রীয় কমিটির বধির্ত সভা হয়। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নিবার্চনে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন ড. কামাল হোসেন। তবে ওই সভায় দলের নিবাির্চত দুই সদস্য সুলতান মো. মনসুর ও মোকাব্বির খান শপথ নেবেন কি না সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি।