উপজেলা পরিষদ

জোটগত নয়, দলীয় প্রতীকে নিবার্চন করবে আ’লীগ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি রিপোটর্
আসন্ন উপজেলা পরিষদ নিবার্চন জোটগত নয়, দলীয় প্রতীকেই ভোট হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী উপজেলা নিবার্চন দলীয় প্রতীকে হবে। তারা জোটগতভাবে উপজেলা পরিষদ নিবার্চন কখনও করেননি, এবারও করবেন না। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমÐির হোয়াইট হল কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর শাখার বধির্ত সভায় কাদের এসব কথা বলেন। ১৯ জানুয়ারি সোহরাওয়াদীর্ উদ্যানে অনুষ্ঠেয় আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করতে এ বধির্ত সভার আয়োজন করা হয়েছে। সভার প্রধান অতিথি কাদের বলেন, দলীয় প্রতীকেই উপজেলা নিবার্চন হবে। সংশ্লিষ্ট উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি তাদের স্বাক্ষরসহ সম্ভাব্য তিনজন প্রাথীর্র নাম কেন্দ্রে পাঠাবেন। সেখান থেকে উপজেলা নিবার্চন মনোনয়ন বোডর্ একজন প্রাথীের্ক মনোনয়ন দেবেন। এছাড়া নেত্রীর জরিপ হয়েছে, সেই জরিপে যারা এগিয়ে এবং যোগ্য তাদের মনোনয়ন দেয়া হবে। তিনি বলেন, নিবার্চন কমিশন আগামী মাসে উপজেলা নিবার্চনের তফসিল ঘোষণা করবে। উপজেলা নিবার্চন স্থানীয় সরকার নিবার্চন। স্থানীয় সরকার নিবার্চন তারা দলীয়ভাবে করেন, এখানে জোটগতভাবে স্থানীয় সরকার নিবার্চন তারা কখনো করেননি। এমনকি সিটি করপোরেশন নিবার্চনও তারা দলীয়ভাবে দলীয় প্রতীকেই করেছেন। এবার তাদের দলের সভাপতি সিদ্ধান্ত দিয়েছেন উপজেলা নিবার্চন দলীয়ভাবে নৌকা প্রতীকে হবে। তিনি আরও বলেন, উপজেলা নিবার্চন তাদের অভ্যন্তরীণ গণতন্ত্রকে প্রাধান্য দেবে। এবার যারা উপজেলায় মনোনয়ন চাইবেন তাদের প্রথমে স্থানীয়ভাবে তৃণমূলের ‘রিকগনাইজড’ স্বীকৃতি নিয়ে আসতে হবে। উপজেলায় বধির্ত সভা করে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তিন জনের নাম তারা ‘রিকগনাইজড’ করবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী তিন জনের মধ্যে থেকে কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোডর্ একজনকে প্রাথীর্ হিসেবে মনোনয়ন দেবে। তাছাড়া নেত্রীর নিকট জরিপ রয়েছে, সেই জরিপ এবং তৃণমূলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে প্রাথীর্ চূড়ান্ত করা হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, সংসদ সদস্য আসলামুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা প্রমুখ।