রাস্তা পার হতে গিয়ে জীবনের ওপারে

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বুধবার চট্টগ্রামের কোতোয়ালি মোড়ে কাভাডর্ ভ্যান চাপায় প্রাণ হারান সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের প্রথম বষের্র শিক্ষাথীর্ সোমা বড়ুয়া (ইনসেটে)। ছবিতে স্বজনদের আহাজারি Ñযাযাদি
কলেজে যাওয়ার উদ্দেশ্যে সকালে বের হন বাসা থেকে। বাসে কোতোয়ালির মোড়ে নেমে পার হচ্ছিলেন রাস্তা। কিন্তু কে জানত, রাস্তা পার হতে গিয়ে নিজেই চলে যাবেন জীবনের ওপার। চট্টগ্রামের সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের প্রথম বষের্র শিক্ষাথীর্ সোমা বড়ুয়ার (১৮) মমাির্ন্তক মৃত্যু কঁাদিয়েছে সবাইকে। পরিবারে তিন বোনের মধ্যে সবার ছোট সোমা। বুধবার সকাল ১০টার দিকে নগরের কোতোয়ালি মোড়ে কাভাডর্ ভ্যান চাপায় তিনি প্রাণ হারান। সোমা বড়ুয়া চান্দগঁাও থানাধীন বাহির সিগন্যাল এলাকার বড়ুয়া পাড়ার রূপায়ণ বড়ুয়ার মেয়ে। তাদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, সোমার স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। লাশ ঘরের সামনে সোমার মা কুমকুম বড়ুয়াকে বুকে চেপে রেখে কান্না থামানোর চেষ্টা করছেন স্বজনরা। কিন্তু কোনোমতেই তার কান্না থামছে না। খবর পেয়ে সোমার সহপাঠীরাও হাসপাতালে ভিড় করেন। এ ঘটনায় পুলিশ কাভাডর্ ভ্যানটি ও ঘাতক চালক জসিম উদ্দীনকে আটক করেছে। কোতোয়ালি থানার উপ-পরিদশর্ক (এসআই) সজল দাশ বলেন, চট্টগ্রাম উন্নয়ন কতৃর্পক্ষ (চউক) কাযার্লয়ের সামনে এ দুঘর্টনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফঁাড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মরদেহ ময়না তদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে সোমার সহপাঠীরা বন্ধুকে হারিয়ে প্রতিবাদ কমর্সূচি ঘোষণা করেছেন। নগরে দিনের বেলায় ট্রাক-কাভাডর্ ভ্যান চলাচল বন্ধে আইন কাযর্কর করার জন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ঝণার্ খানম বলেন, ‘সোমা বড়ুয়ার মৃত্যুর ঘটনা মমাির্ন্তক। তিল-তিল করে বেড়ে ওঠা একটি স্বপ্নের এমন অপমৃত্যু মেনে নেয়া যায় না। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’