শোক সংবাদ

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
পিযূষ কান্তি রায় চৌধুরী বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের চঁাদপুর জেলার সভাপতি পিযূষ কান্তি রায় চৌধুরী সোমবার সন্ধ্যায় চঁাদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে শাহ্রাস্তি উপজেলার শাহপুর চৌধুরীবাড়ির পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে চঁাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বতর্মান সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক ল²ণ চন্দ্র সূত্রধর প্রমুখ শোক প্রকাশ করেছেন। শাহ্রাস্তি (চঁাদপুর) সংবাদদাতা ওহাব চৌধুরী নওগঁার পোরশা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল ওহাব শাহ্ চৌধুরী (৮৫) বুধবার বেলা পৌনে ১১টার দিকে রাজশাহীর নওদাপাড়া ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল ৫টায় পোরশা বড় মাঠে নামাজে জানাজা শেষে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নওগঁা-১ আসনের সাবেক সাংসদ ডা. ছালেক চৌধুরী, মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে। পোরশা (নওগঁা) সংবাদদাতা খান আলী মুনসুর ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর (৬৩) বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল ৫টায় উপজেলা স্বাধীনতা স্মৃতিসৌধে নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে। ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা