খাগড়াছড়িতে তথ্যপ্রযুক্তি আইনে সাংবাদিক জেলে

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে শাপলা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। এক স্কুল-শিক্ষিকার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে আটক করে পুলিশ। পরে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। নুরুল আজম এসএ টিভি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি। জানা যায়, স্থানীয় এক শিক্ষিকার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা নুরুল আজমের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার দুপুরে স্কুল-শিক্ষিকা খাগড়াছড়ি সদর থানায় নুরুল আজমের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল তথ্যপ্রযুক্তি আইনের ২৯/৩১ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৬, তারিখ ১৪ জানুয়ারি। মামলা দায়েরের পরপরই পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। পরে খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেঁজুতি জান্নাতের আদালতে তোলা হলে আদালত আটককৃত ব্যক্তিকে জেলহাজতে প্রেরণের নিদের্শ দেন। খাগড়াছড়ির পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত আটককৃত ব্যক্তিকে জেলহাজতে প্রেরণের নিদের্শ দিয়েছে। এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নেতারা জানান, একটি মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই একজন সিনিয়র সাংবাদিক নেতাকে গ্রেপ্তারের ঘটনায় খাগড়াছড়ির সাংবাদিকসমাজ ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে।