বায়ুদূষণে আবারও প্রথম ঢাকা

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

বিশেষ প্রতিনিধি
আবারও রাজধানী ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের প্রথম হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এর তথ্যে বুধবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দিনের বেশিরভাগ সময় ঢাকা বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল। সকালে দূষণের স্কোর ছিল ৩১৯ এবং বিকাল পাঁচটায় স্কোর ছিল ২৪। যার অর্থ হচ্ছে এ শহরের বাতাসের মান 'খুবই অস্বাস্থ্যকর'। বায়ুর মান হিসেবে বিশ্বের দূষিত শহরের তালিকায় টানা তিন দিন শীর্ষে থাকার পর মঙ্গলবার একধাপ নেমে দ্বিতীয় অবস্থানে ছিল রাজধানী ঢাকা। বুধবার আবারও শীর্ষে উঠে এসেছে শহরটি। এ অবস্থায় শহরের সবাই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। বুধবার দূষণে দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর, স্কোর ২৩৪। আর তৃতীয় অবস্থানে থাকা উজবেকিস্তানের তাসখন্দ এর স্কোর ছিল ১৮৭ একিউআই। ১০১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। অন্যদিকে ৩০১ থেকে ৪০০-এর এর মধ্যে থাকা একিউআইকে 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়, যা শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরে ভুগছে বায়ুদূষণে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নতি হয়। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের মতে, বায়ুদূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর এক লাখের বেশি মানুষ মারা যাচ্ছে। বিশ্বব্যাংক বলছে, দিনে দু'টি সিগারেট খেলে মানবদেহের যে পরিমাণ ক্ষতি হয়, বায়ুদূষণের কারণে প্রতিদিন সেই পরিমাণ ক্ষতির শিকার হন রাজধানীবাসী।